খুলনায় জেলে, শ্রমিক, নরসুন্দরসহ নিম্নআয়ের বিভিন্ন শ্রেণিপেশার ৪০০ কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিভিন্ন স্থানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, করোনাকালে অসহায় মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়দের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরিধানের আহ্বান জানান তিনি।
ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া, উলাবাজারসহ বিভিন্ন স্থানে জেলে, শ্রমিক, নরসুন্দর, কর্মকার ও অন্যান্য ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের ৪০০ জন কর্মহীনের মাঝে চাল, ডাল, মুরগির মাংস, তেল, আলু ও সবজি বিতরণ করা হয়।
বিতরণকালে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিকুর রহমান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনার সংক্রমণ হার বেড়ে যাওয়ায় সরকারঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া মানুষের কথা চিন্তা করে খুলনা জেলা প্রশাসন মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করে। লকডাউনে খুলনা মহানগর ও উপজেলাসমূহে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]