দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ও ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ধারাবাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
১৩,জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ টায় ধারাবাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদী।
এসময় উপস্থিত ছিলেন ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক ও বিভাগীয় প্রধান,রসায়ন বিভাগ জনাব কাজী আসাদুল ইসলাম, গ্রুপ সম্পাদক ও রোভার নেতা জনাব আ ন ম গাউছার রেজা।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস, সাতক্ষীরা জেলা রোভার এর জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ আবির হোসেন ও ইতি ঘোষ।
গ্রুপ সম্পাদক ও রোভার নেতা জনাব আ ন ম গাউছার রেজার দিকনির্দেশনায় সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মেট ও সহচর রোভার সদস্য বৃন্দ ধারাবাহিক পরিচ্ছন্নতা কর্ম সূচিতে অংশগ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]