সাতক্ষীরা সদর, দেবহাটা, আশাশুনি, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিবছরের ন্যায় এবারো সাতক্ষীরার কৃতিসন্তান বিশিষ্ট শিক্ষাবিদ নর্দান এডুকেশন গ্রæপ ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এর ব্যাক্তিগত অর্থায়নে ইফতার সামগ্রী বিতারণ করা হয়। সকালে দক্ষিণ কুলিয়া কাব ইবনে মালেক মাদ্রাসা প্রাঙ্গণে তিনি উপস্থিত থেকে এ ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, দীর্ঘ এক দশকের বেশি সময়ের ধারাবাহিকতায় এ বছরে সাতক্ষীরা জেলায় ৩০টি ইউনিয়নের অসহায় রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টিই এই ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গগণ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দসহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]