১৭ ফেব্রুয়ারি শনিবার, বিকাল ৩টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রামাণ্য চলচ্চিত্র "ড. নূরুন নবী, আজীবন মুক্তিযোদ্ধা" এর প্রিমিয়ার শো। যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কানাডাপ্রবাসী চলচ্চিত্র নির্মাতা নাদিম ইকবাল।
প্রিমিয়ার শো তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক, এম.পি; তানভীর হাসান (ছোট মনির), এম.পি; রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক; এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
ড. নূরুন নবীর লেখা সাড়া জাগানো বই "বুলেট অব সেভেন্টি ওয়ান: আ ফ্রিডম ফাইটার্স স্টোরি" অবলম্বনে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৩০ মিনিট।
১৯৭১ সালে ড. নূরুন নবী বাংলাদেশ ছাত্রলীগের ফজলুল হক হল শাখার সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তারপর জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, আমেরিকার নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। সত্তর দশকে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রথম সিনেটের সদস্য। ১৯৮০ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ড. নূরুন নবীর পেটেন্টকৃত আবিষ্কার ও পাবলিকেশনের সংখ্যা ৫৫টি।
৮০ এর দশকে আমেরিকায় ইউনাইটেড মুভমেন্ট ফর ডেমোক্রেটিক বাংলাদেশ এবং ৯০ এর দশকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১ এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি প্রতিষ্ঠার নেতৃত্বে প্রধান ভূমিকা রাখেন। বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র- এর প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান সভাপতি। বাংলাদেশ সোসাইটি ফর নিউজার্সি- এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং প্রাক্তন সভাপতি।
ড. নূরুন নবী ২০০৭ সাল থেকে নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবোরো শহরের নির্বাচিত কাউন্সিলম্যান। তাঁর স্ত্রী ড. জিনাত নবীও একজন বিজ্ঞানী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]