লক্ষ্মীপুরে সংঘর্ষে নিহত কৃষকদলের নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে শোক র্যালি করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শোক র্যালি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শোক র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টার পর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়।
শোক র্যালি ঘিরে দুপুর থেকে ব্যানার, ফেস্টুন ও কালো পতাকাসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। এসময় তারা কালো ব্যাজ ধারণ করেন।
শোক র্যালি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবীউল্লাহ নবী, দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে অন্য জেলার সঙ্গে লক্ষ্মীপুরেও বিএনপি পদযাত্রা শুরু করলে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে এক কৃষকদল নেতা সজিব হোসেন নিহত হন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]