কলারোয়া প্রতিনিধি: ঢাকায় বিএনপি-জামায়াতের কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিচারের দাবিতে কলারোয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার(০১ নভেম্বর) বেলা ১২ টায় কলারোয়া প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কলারোয়া প্রেসক্লাব আয়োজিত এ কর্মসূচিতে প্রেসক্লাব আহ্বায়ক অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবর পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় সাংবাদিকদের ওপর হওয়া এ হামলায় ৩০ জন সাংবাদিক মারাত্মকভাবে আহত হওয়ার ঘটনা ন্যক্কারজনক ও বর্বরোচিত। এ ঘটনায় সাংবাদিকসমাজ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ।
অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান বাবু, বাংলাদেশ প্রেসক্লাবের শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, শিক্ষক দীপক শেঠ, হাসান মাসুদ পলাশ, শেখ তারিকুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও সরদার জিল্লুর রহমান, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, এম এ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, প্রভাষক সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম লিটন, সুজাউল হক, জুলফিকার আলী, রাজু রায়হান, ওহিদুজ্জামান খোকা, শফিকুর রহমান, তরিকুল ইসলাম, সেলিম খান, ফারুক হোসেন রাজ, তরিকুল ইসলাম, নাজমুল হোসাইন, মোহাম্মদ রাসেল, ইনজামাম, আরাফাত হোসেন, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, আজমল হোসেন বাবু প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক শেখ রাশেদুল হাসান কামরুল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]