নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১টি বাস, ৪টি ট্রাক ও ৪টি কাভাডভ্যান আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ও মাদানীনগর এলাকায় পৃথকভাবে গাড়িগুলোতে আগুন দেয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজিবি, র্যাব ও পুলিশ যৌথভাবে অ্যাকশানে নেওয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু করলে হরতাল সমর্থকসহ বহিরাগতরা এ আগুন দেয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বাসে আগুন লাগানোর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]