ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আবুজার গিফারী জনি নির্বাচিত হয়েছেন।
কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের কৃতিসন্তান আবুজার গিফারী জনি।বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত আছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইংলিশ ডিবেটিং উপ-কমিটির কনভেনার হিসেবে ও দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য যে, করোনাকালীন সময়ে ২০২০ সালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর নিজ উপজেলা কলারোয়া তে এসে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে তিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। জীবাণুনাশক স্প্রে থেকে শুরু করে লকডাউনে অভুক্ত ৪০০ পরিবারের পাশে দাঁড়িয়েছিলো তাঁদের সংগঠন "Amader Kalaroa - আমাদের কলারোয়া" ও " গ্রিন শ্যাডো"।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]