সম্প্রতি ঈদুল আযহার কোরবানির মাংস বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় জনপ্রতিনিধিদের হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচএম ইমরান।
ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত বাঁশবাড়ি ইউনিয়নের গাড়াপোতা গ্রামে কোরবানির মাংস বিতরণের সময় অসহায় ও দুস্থ পরিবারের অংশ থেকে মাংস আত্মসাৎ করার চেষ্টা করেন উক্ত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমান।
এমন ঘৃণ্য ও গর্হিত কাজের প্রতিবাদ করায় উক্ত মেম্বার এবং তার অনুসারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচএম ইমরান এবং তার পরিবারের উপর হামলা চালায়।
সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি জনাব ইমরানের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]