সাতক্ষীরা সদরের একটি হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর গোপনে বাল্যবিয়ের আয়োজন ছিল রবিবার গভীর রাতে। তথ্য পেয়ে, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বাবলা তাৎক্ষণিক সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করেন। তিনি রাত ১০টার দিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওসিসি’র প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক ও সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য কামরুজ্জামান ও গ্রাম পুলিশ মুহাসিনুর রহমাদকে নিয়ে ওই ছাত্রীদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন; বর ও তার দুজন আত্মীয় নিয়ে কন্যার বাড়িতে এসেছে। ইতোপূর্বেই কন্যার পিতা সাতক্ষীরার এক আইনজীবীর থেকে চলতি সনের গত ৯ জুলাই তারিখে অ্যাফিডেভিট করিয়েছেন।
এই ঘোষণায় রবিবার গভীর রাতে কন্যাকে জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন ও গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে সাইফুল্লাহ বাবু সাথে বাল্যবিয়ের গোপন আয়োজন করে।
এসময়ে মেয়ের জন্ম সনদ দেখেন, তার বয়স ১৪ বছর ১১ মাস ২০ দিন। তখন ঐ ছাত্রীর মা-বাবা ও ছেলে (বর) কে বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে অবহিত করেন।
সার্বিক জানা-বুঝার পর ছাত্রীর মা-বাবা তাদের মেয়েকে ১৮ বছর বয়স পূর্ণের আগে বিয়ে দেবে না বলে মুচলেকা দেয় এবং ছেলেও মুচলেকা নিয়ে তার বাড়িতে ফেরত পাঠানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]