পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট, পরোক্ষভাবে পটভূমিতে হাজির যুক্তরাষ্ট্র। ইমরান খান মুখে না বললেও অনেকেই মনে করছেন রাশিয়ার সাথে ভালো সম্পর্কের কারণেই ইমরানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। আর সেজন্যই ইমরানকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হয়েছে।
দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির দিকে থাকলেও যুক্তরাষ্ট্র চাইছে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে নিজেদের ভূমিকা অব্যাহত রাখুক পাকিস্তান।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ‘পাকিস্তানের আফগানিস্তানের সাথে দীর্ঘ সীমান্ত রয়েছে। ওয়াশিংটন বিশ্বাস করে এখনও পাকিস্তান তালেবানের ওপর নীতি নির্ধারণের ব্যাপারে যথেষ্ট প্রভাব রাখে। ’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, আফগানিস্তানে মার্কিন স্বার্থ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে ইসলামাবাদ।
সূত্র: ডন
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]