আব্দুর রহমান, সাতক্ষীরা: জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট ‘ভিবিডি কোস্টাল কাপ ২০২৫’।
শুক্রবার (১ আগস্ট) সাতক্ষীরা পিটিআই মাঠে এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সবুজ দল ও উপকূল দল। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় সবুজ দল ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
দুই দলের নেতৃত্বে ছিলেন রিফাত হোসেন (সবুজ দল) ও সিফাত আহমেদ (উপকূল দল)।
খেলার উদ্বোধন করেন ভিবিডি খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী।
সভাপতিত্ব করেন ভিবিডি সাতক্ষীরা জেলা সভাপতি ইব্রাহিম খলিল, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক অর্পণ বসু।
প্রধান অতিথির বক্তব্যে মো. হোসেন আলী বলেন, “এই আয়োজন শুধু একটি খেলা নয়, এটি একটি বার্তা। তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম। আমরা চাই উপকূলের প্রত্যন্ত অঞ্চলেও এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক।”
সভাপতি ইব্রাহিম খলিল বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনপদের বাস্তবতা তুলে ধরতেই এ টুর্নামেন্ট। খেলাধুলার মাধ্যমে তরুণদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে চায় ভিবিডি।”
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]