নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন (বিএসএসএফ) আয়োজিত তারুণ্যের উৎসব '২৫ জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ম্যাচ এয়ার রাইফেল (পুরুষ) শ্যুটিং প্রতিযোগিতায় সাতক্ষীরার কৃতি সন্তান ফাহিমউদ্দিন আহম্মেদ (সাহস) রৌপ পদক অর্জন করেছে।
ফেব্রুয়ারি ১-৩ তারিখে সময়ে অনুষ্ঠিত .১৭৭ ম্যাচ এয়ার রাইফেল শ্যুটিং প্রতিযোগিতায় সে পঞ্চগড় রাইফেল ক্লাবের পক্ষে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৬০৬.৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করে। উল্লেখ্য, গত বছর জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ২৭তম আন্তঃক্লাব শ্যুটিং প্রতিযোগিতায় সে ব্রজ্ঞ পদক লাভ করেছিল।
সে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর দশম শ্রেণীর ছাত্র। সে জেলার কালিগঞ্জ উপজেলার উন্নয়ন সংগঠক ও নাট্য ব্যক্তিত্ব সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ ও উন্নয়নকর্মী ফাতেমা আমজাদ'র সন্তান। সে সকলের দোয়া প্রার্থী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]