সাতক্ষীরার কলারোয়ায় শুভেচ্ছা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্প্রতি সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা হওয়ায় এবং কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আখতারুল ইসলাম যুগ্ম আহবায়ক মনোনীত হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ওই শুভেচ্ছা মিছিল বের করে নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকার বিশ্বাস মার্কেট থেকে বের হয়ে মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফের বিশ্বাস মার্কেটে গিয়ে মিছিল শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দলকে সুসংগঠিত ও গতিশীল করতে নতুন কমিটি কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা মফিজুল ইসলাম মফি, গাড়ি বহর মামলার কারাবরণকারী নেতা কনক, বিএনপি নেতা হোসেন আলী বাবু, জাকির হোসেন, আব্দুস সামাদ, মোজাম হোসেন, আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাবলু, উপজেলা শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাব্বিসহ প্রমুখ নেতাকর্মী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]