ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে ক্রমশই ভুলের চোরাবালিতে ডুবে যাবে, তা দলটির নেতারাও বুঝতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন নি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতৃত্ব এখন বুঝতে শুরু করেছে যে, তারেক রহমান যতোদিন আছে, ততোদিন দলটি ভুলের চোরাবালিতে ডুবে যাবে।
‘বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ, রমজান কেন্দ্রিক রাজনীতিতে ব্যর্থ, ভারত-বিরোধী রাজনীতিতেও ব্যর্থ,’ মন্তব্য করেন তিনি।
এসময় নিজের দলের নেতা কর্মীদের আরো দায়িত্বশীল বক্তব্য দেবার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে চট করে এসে ফ্রি স্টাইলে কথা বলে দলকে ছোট করবেন না। দলের কর্মীরা শত্রু নয়।
কোনো দেশেই এতো দ্রুত কমেনি অতি দারিদ্রের হার: প্রধানমন্ত্রীকোনো দেশেই এতো দ্রুত কমেনি অতি দারিদ্রের হার: প্রধানমন্ত্রী ‘আসল শত্রু’ চিহ্নিত করে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান কাদের। আর উপজেলা নির্বাচন নিয়ে এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে অভ্যন্তরীণ মনোমালিন্য সামনে আনলে, দলের জন্য সুখকর হয় না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]