নিজস্ব প্রতিনিধি : আকস্মিক আগুনে পুড়ে ছাই হওয়া ১৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ টাকা, টিন ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তালা উপজেলার ধলবাড়িয়া গ্রামে এক সাথে পুড়ে যাওয়া ৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ টাকা, টিন, খাদ্য ও বস্ত্র তুলে দেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ ফিরোজ আহমেদ স্বপন।
এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া ইয়াসমিন রত্না, তালা উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) আরাফাত হোসেন,পিআইও ওবায়দুল্লাহ হকসহ অন্যরা।
উল্লেখ্য: গত সোমবার রাতে তালা উপজেলার ধলবাড়িয়া গ্রামের সুরোত আলীর পুত্র হাবিব শেখ, মনি শেখ, ফারুক শেখ, আব্দুস গফুর শেখের পুত্র সাবের আলী শেখ, সবুর শেখ এবং সাবের শেখের পুত্র হাবিবুর রহমানের বাড়িতে আকস্মিক আগুন লাগে। আগুনে ৭টি পরিবারের ঘর বাড়িসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
এতে নিঃস্ব হয়ে পড়ে অসহায় পরিবারগুলো। এছাড়া ৭টি পরিবারের আংশিক ক্ষতি হয়। সম্পূর্ণ ক্ষতিগ্রস্থদের জন প্রতি ৬ হাজার টাকা এবং ২ বান টিন, দুই বস্তা চাল এবং আংশিক ক্ষতিগ্রস্থদের এক বান করে টিন, তিন হাজার এবং দুই বস্তা চাল প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]