সাতক্ষীরার তালা উপজেলা আনসার ও ভিডিপি অফিসের পক্ষ থেকে সদস্যদের মাঝে বনজ, ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে অফিস চত্বরে উপজেলার ১২টি ইউনিয়নের ইউনিয়ন কর্মী, নওয়াপাড়া এবং ধলবাড়িয়া আনসার ও ভিডিপি ক্লাব সমিতির সদস্যদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন, আনসার ও ভিডিপি প্রশিক্ষক অনন্ত মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার, উপজেলা কোম্পানী কমান্ডারগণ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ মহাপরিচালকের সম্মতিক্রমে সারাদেশে ২০২০০টি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে তালা উপজেলায় উক্ত চারা বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]