“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা ফায়ার সার্ভিস স্টেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার সভাপতিত্ব করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন সঞ্চালনায় নির্দেশনামূলক বক্তব্য রাখেন তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সরদার আব্দুল হান্নান।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম এবং মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ।
অগ্নিনির্বাপণ মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিসের ড্রাইভার জুলকার নাইম, বুলবুল ইসলাম এবং ফায়ার ফাইটার তুহিনুর রহমান, আব্দুল হক, আল মামুন, তপু খান, ইমরান হোসেন, নাজমুল হোসেন, তানভীর আহমেদ, নোমান ও সাকিব। এছাড়া তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আলী আহম্মদ বালিকা বিদ্যালয়, তালা ডিগ্রি মহিলা কলেজের শিক্ষার্থী এবং মুক্তি ফাউন্ডেশনের উপকারভোগীরা মহড়ায় অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, এ দিবসটি সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। কোটি কোটি মানুষ এখানে দুর্যোগের ঝুঁকিতে বাস করে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা বাড়লে দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমে আসবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]