তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় চাষীদের উৎসাহিত করতে মেন্টরিং প্রোগ্রাম ও সম্মাননা প্রদান করা হয়।
বুধবার (২১ মে) সকালে সাস টেকনোলজি পার্ক মাঠে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, ইফাদ ও ডানিডা অর্থায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীলা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম।
রেইজ প্রকল্প কেস ম্যানেজমেন্ট অফিসার মো. নাজমুল হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, সহকারী পরিচালক মো.নুরুল ইসলাম, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর কর্মকর্তা অমিত খামারী, মনিটরিং অফিসার ফেরদৌস রহমান, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, মো.সেলিম রেজা, মো. জাহাঙ্গীর হোসেন, শেখ রাফশান জামীসহ সফল খামারিরা ও স্থানীয় চাষিরা।
অনুষ্ঠানে তালা, আশাশুনি, কয়রা, পাইকগাছার নির্বাচিত সফল চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও মৎস্য চাষীদের মাটি ও পানি পরীক্ষায় উদ্বুদ্ধকরণে স্থানীয় সেবা প্রদানকারীদের কারিগরি সেবা প্রদানের জন্য উৎসাহ ভাতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্য খামারিরাও নিরাপদ মাছ চাষের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]