সেলিম হায়দার,তালা (সাতক্ষীরা): যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় ঈদুল ফিতরের জামাতের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ ২০২৫) সকাল ৮ টায় তালা উপজেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মুহাঃ তাওহীদুর রহমান। নামাজের পর মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, ইসালামী ছাত্র শিবির তালা উপজেলা শাখার সভাপতি আল-জামালুল বান্না, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, তালা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেনসহ সর্বস্তরের শত শত মানুষ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময়ে করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।
এছাড়াও উপজেলায় বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]