কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই ধারাবাহিকতায় তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড শিরাশুনী গ্রামের কৃষক একব্বার আলী শেখের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো তালা উপজেলা ছাত্রলীগ।
বুধবার (২৬ এপ্রিল) তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রয়ের নেতৃত্বে তেঁতুলিয়া ইউনিয়নে ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন, তালা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. আল-মামুন হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, সদস্য মো. ইমরান হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা নয়ন, তেঁতুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড যুবলীগ নেতা মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫নং শিরাশুনী গ্রামে কৃষক একব্বারের ছেলে জানান, তালা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা তীব্র রোদে পুড়ে ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।
উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. আল-মামুন হোসেন বলেন, বৈশাখের প্রচণ্ড তাপপ্রবাহে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় অসহায় কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। যতদিন পর্যন্ত কৃষকের শ্রমিক সংকট থাকবে ততদিন ছাত্রলীগের এই ধান কাটা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]