তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে প্রানোদনা কর্মসূচীর আওতায় সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও সবজি বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সঞ্চালন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের সহকারী উপ- পরিচালক কৃষ্ণা রাণী মন্ডল।
বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এই প্রকল্পের আওতায় ৬৯০ জন ক্ষুদ্র কৃষকদের মাঝে বিভিন্ন সবজির বীজ ও সার বিতরণ করা হবে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]