সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় ৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ষাঁড় গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে এসব ষাঁড় গরু বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম।
উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মকবুল হোসেন, সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাসুম বিল্লাহ এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মেহেনাজ বিন মুন প্রমুখ। এ সময় সুফলভোগি ৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ৫ টি ষাঁড় গরু বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]