নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ‘খাবার পানি সংকট মোকাবেলায় বরাদ্দ বৃদ্ধির জন্য ইউনিয়ন পরিষদের সাথে কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মার্চ) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে উইক্যান প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার এ কর্মশালার আয়োজন করে। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা উপস্থিত ছিলেন, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি,ধর্মীয় নেতা, উপকারভোগিসহ স্থানীয় সাধারণ মানুষ।
কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুন নাহার, প্রজেক্ট অফিসার, উইমেন জব ক্রিয়েশন সেন্টার, তালা, সাতক্ষীরা।
কর্মশালায় প্রকল্প সমন্বয়কারী মো: ইউনুছ আলী, উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার সম্পর্কে ধারনা দিয়ে বলেন, স্থানীয় এলাকাবাসীর উন্নয়নে এবং সমাজের মানুষের জন্য বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে। উইক্যান প্রজেক্ট জেলার তালা উপজেলার জলাবদ্ধতার সাথে মোকাবেলা করে টিকে আছে এমন এলাকার পিছিয়ে পড়া সুবিধা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করছে। এছাড়া এসকল মানুষের অধিকার প্রতিষ্ঠায় সদস্যদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যম তুলে ধরেন। প্রকল্প সমন্বয়কারী বলেন,উক্ত জনগোষ্টির পাশে থাকার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট অনুরোধ জানান।
পরে উইক্যান প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্ম এলাকায় জরিপকৃত পিছিয়ে পড়া অসহায় মানুষের অবস্থার বিভিন্ন তথ্য চিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে উপস্থাপন করে দেখানো হয়, জলবায়ু পবিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় নারী ও কিশোরী মেয়েদের সক্ষমতা সর্বোচ্চ জোর দার করন এবং পানি ও পয়ঃনিস্কাাশন ব্যবস্থায় যৌথ অংশগ্রহন নিশ্চিতকরণ।
উম্মুক্ত আলোচনায় উপস্থিত সদস্যরা তাদের মতামত এবং এলাকার খাবার পানির সংকট নিরসনে কিভাবে তারা এলাকার সাধারণ মানুষদের পাশে থাকবেন সে বিষয় গুলো তুলে ধরার জন্য অনুরোধ করেন।
এরআগে কর্মশালায় স্বাগত বক্তব্যে ইউপি চেয়ারম্যান খাবার পানি সংকট মোকাবেলায় ইউনিয়ন পরিষদে বরাদ্দ বৃদ্ধি ও প্রকল্পের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]