প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৩, ৩:৩৯ অপরাহ্ণ
তালায় চুরির অপবাদে শিশুকে নির্যাতনের মামলায় দুইজন গ্রেপ্তার
সাতক্ষীরার তালায় চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে হাত-পা বেঁধে মারধর ও নির্যাতনের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮জানুয়ারি) রাতে তাদের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুর দাদা হোসেন আলী গাজী শনিবার রাতে বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা আড়ংপাড়া গ্রামের সাদেক গাজীর ছেলে ও ঘেরমালিক জাকির গাজী (৪৫) ও ঘেরের কর্মচারী সোহেল ফকির (২০)।
এবিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো এক আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আড়ংপাড়া গ্রামে (কুলিন্দার বিলে) জাকির গাজীর ঘের এক হাজার টাকা চুরির অপবাদে হাত-পা বেঁধে মারধর করেন। এ সময় তার পিতাকে মোবাইল ফোনে কিশোরের আর্তচিৎকার শোনান তাঁরা। আহত ওই কিশোরের বাড়ি তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলাপোতা গ্রামে। সে তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2025 কলারোয়া নিউজ. All rights reserved.