নিজস্ব প্রতিনিধি: চলমান পরিস্থিতিতে ভাঙ্গচুর, লুটপাট, অগ্নি সংযোগ, চাঁদাবাজী, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত দলীয় নেতাকর্মীদের তালিকা তৈরি ও সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল। এরই অংশ হিসেবে সংগঠনের শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তালা থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক ও তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আবুল হোসেন-কে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১০আগষ্ট) বিকালে তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান ও সদস্য সচিব এস কে ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এবিষয়ে জানতে চাইলে তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ও সুযোগ সন্ধানী ব্যাক্তিরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ পাচ্ছি।
তালা থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক আবুল হোসেন এর বিরুদ্ধে সুনিদ্রিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এছাড়াও যদি কোন ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে কোন ধরনের অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যায় তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com