জমি সংক্রান্ত জের ধরে সাতক্ষীরার তালায় ১২ বস্তা ধান, একটি (খেপলা) জাল ও ৫০টি কলাগাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে উপজেলা খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
রায়পুর গ্রামের মাখন লালের ছেলে মৃনাল কান্তি রায় জানান, রায়পুর গ্রামের খগেন্দ্র নাথ বাছাড়, রবিন্দ্র নাথ বাছাড়, তারাপদ বাছাড়, বিচিত্র বাছাড় গুরুপদগংদের সাথে আমার জমি জমা সংক্রান্ত বিষয় বিরোধ চলে আসছে। গত শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার সময় প্রতিপক্ষরা আমার বসত বাড়ীর সামনে আমাকে অকথ্য বাষায় গালি-গালাজ করে মারপিট করিতে উদ্যত হয়।
তিনি জানান, তার জমির ঘেরা-বেড়া কাটিয়া ৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরে তিনি তালা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এতে ক্ষিপ্ত হয়ে খগেন্দ্র নাথ বাছাড় গংরা রবিবার রাত তিনটার দিকে পাচালি পার হয়ে বাড়িতে প্রবেশ করে ১২ বস্তা ধান, একটি (খেপলা) জাল নিয়ে যায়। একই সাথে ৫০টি কলাগাছ কেটে সাবাড় করে দেয়।
এবিষয়ে অভিযুক্ত খগেন্দ্র নাথ বাছাড়গংদের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।
এবিষয় তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]