সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় বে-সরকারী উন্নয়ন সংগঠন “উত্তরণ” এর ব্যবস্থাপনায় ও দাতা সংস্থা অক্সফার্ম এর অর্থায়নে জলবায়ু অভিযোজন বাজেট প্রণয়ণে কমিউনিটি এবং সিএসও অংশগ্রহকারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) সকালে জালালপুর শহীদ মুক্তিযোদ্ধা আজিজ সুশীল পল্লীতে বিল কমিটি নেতা মো. আরশাদ আলী মোড়লের সভাপতিত্বে ও উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম।
বক্তব্য রাখেন উত্তরণের ফিল্ড অফিসার মীর মনোয়ার হোসেন, উপজেলা পানি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, আলামিন মোড়ল, জিএম শহিদুল্লাহ, তফেজউদ্দীন মোড়ল, আছমা খাতুন, নাজমিন নাহার, দোহার মাদরা বিল কমিটির সভাপতি ছবেদ আলী সরদার প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]