তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : শনিবার (২৫ জানুয়ারি) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা এবং পলি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়। উত্তরণ ও পানি কমিটি আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন খুলনার সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দীম ও উত্তরণের পরামর্শক অধ্যাপক হাসেম আলী ফকির। এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উত্তরণ কর্মকর্তা শেখ সেলিম আকতার স্বপন। উক্ত কর্মশালায় সাতক্ষীরার তালা ও পাটকেলঘাটা, যশোরের কেশবপুর এবং ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় তালা উপজেলার তেঁতুলিয়া, ইসলামকাটী, কুমিরা, তালা সদর, যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি, হাসানপুর, মজিদপুর, সাগরদাাঁড়ি এবং ডুমুরিয়া উপজেলার আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নের জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা এবং পলি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি নিয়ে কর্মশালায় আলোচনা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]