তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: "দূর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তালায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত হয়েছে।
রবিবার (১০ মার্চ ) সকালে উপজেলায় আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। কৃষি সম্প্রসারন অফিসার আফরোজা আক্তার রুমা’র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, তালা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল্লাহ প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]