তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার তালায় নানা আয়োজনের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে জমে ওঠে কলাগাছে ওঠার প্রতিযোগিতা। পরে উপজেলা পরিষদের পুকুরে আয়োজিত হয় হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতা। তিনটি খেলাই আলাদা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন তালা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ছায়াবীথি সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ, সাংবাদিক সেলিম হায়দার প্রমুখ।
এসময় খেলা দেখতে বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত হয়ে উৎসাহ দেন অংশগ্রহণকারীদের।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]