সেলিম হায়দার: 'সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' -এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় র্যালি, ঋণ বিতরণ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপ-শহরে র্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে ও সমবায় অফিসের সহকারী পরিদর্শক অজয় ঘোষ বাবলু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার ওসি (তদন্ত) মোল্যা মোহাম্মদ সেলিম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন,খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ও আইডিও’র নির্বাহী পরিচালক ইন্দ্রজীৎ দাশ বাপী, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোর্য়াদ্দা,বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিবৃন্দ।
সভা শেষে সমবায় ক্ষেত্রে সফলতার জন্য ১৫টি সমবায় সমিতি ৬ ব্যাক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]