তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় “জুলাই স্মৃতি গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ব্যতিক্রমী এই উদ্যোগে শহীদদের স্মরণে রঙ ও তুলিতে ফুটে উঠেছে ইতিহাসের বেদনাবিধুর স্মৃতি ও গৌরবগাথা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস এবং চিত্রকলার শিক্ষক চন্দ্র শেখর দাস।
সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্র প্রতিনিধি মেহেদী ইমরান, হাসিবুল ইসলাম শান্ত, মামুন হাওলাদার, মির্জা সাকিব, মেহেদী হাসান আকাশ, সোহাগ হাসান সাগর, নাঈম রিয়াদ এবং আরও অনেকে।
অনুষ্ঠানে হাসিবুল ইসলাম শান্ত বলেন, “এই জুলাই আমাদের মনে করিয়ে দেয়—ছাত্ররা যখন জাগে, তখন অন্যায় আর টিকে না। আমাদের এই চেতনা ধারণ করতে হবে, যেন বাংলাদেশের মাটিতে আর কোনো নব্য ফ্যাসিবাদের জন্ম না হয়। তালা উপজেলা প্রশাসনকে এমন মানবিক ও শিক্ষণীয় উদ্যোগ গ্রহণের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।”
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]