সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদহা বাজারে বৈদ্যতিক সট সার্কিট এ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার ভোরে ভায়াবহ এ দূর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৈদ্যুতিক সট সার্কিট এ বালিয়াদহ বাজারে আব্দুস সালামের মুদি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর থেকে শেখ রবিউল ইসলামের মুদি দোকান,রাসেল গাজীর ইলেকট্রনিক এর দোকান সহ আশেপাশের আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। আগুনে নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকালে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ইউএনও ইকবাল হোসেন, খলিষখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান গনেশ দেবনাথ সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান।
তাৎক্ষনিকভাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১০ হাজার টাকা করে সহায়তা দেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]