তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: মঙ্গলবার (১২ আগস্ট) সকালে তালা শহীদ আলী আহম্মদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন খুলনা’র আয়োজনে, তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে মডারেটরের দায়িত্ব পালন করেন তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ আলী আহম্মদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজর আলী। অপরদিকে সোমবার তালা উপজেলার কুমিরা পাইলট বহুমূখী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যিালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]