
সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের বিজয় লক্ষ্য করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সভার আয়োজন করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।
তালা সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিশ্বাস ওয়াজেদ আলী, উপজেলা যুবদলের সভাপতি মীজা আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদুভাই, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুর আলিম, তালা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আহমদ এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুজাফর।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]