সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় মানসম্পন্ন ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে তালা উপজেলার জাতপুর গ্রামে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা।
উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা তমাল পাত্র শুভ, কৃষিবিদ গিয়াস উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলহাদি এবং সফল কৃষক শুম্ভু নাথ মজুমদার।
প্রশিক্ষণে ২৫ জন কৃষককে ভালো মানের বীজ বাছাই, জাত, রোপণ, ধানের আন্তঃপরিচর্যা, পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা এবং বীজ সংরক্ষণের বিষয়ে হাতে কলমে বিশদভাবে বোঝানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]