তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরা তালা বাজার এলাকায় বিভিন্নস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে ২৪ এপ্রিল বুধবার সকালে। তালা উপজেলা প্রশাসন বাস্তবায়নে ও তালা উপজেলা নাগরিক কমিটি সার্বিক-সহযোগিতায় এই পরিষ্কার পরিচ্ছনতা অভিযান শুরু হবে।
পরিষ্কার পরিচ্ছনতা উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের অংশ নেওয়ার জন্য আহবান জানিয়েছেন উপজেলা নাগরিক কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার।
উপজেলা নাগরিক কমিটি সম্পাদক সফিকুল ইসলাম বলেন, তালা বাজার এলাকায় ময়লাখানা না থাকায় বাড়ীর সকল ময়লা/ আবর্জনা ড্রেনে ফেলার কালণে ড্রেনগুলি বন্ধ হয়ে পানি নিস্কাশনে বাধাগ্রস্থ হচ্ছে। বৃষ্টির মৌসুম শুরুতে পূর্বে ড্রেনগুলি পরিস্কার করা প্রয়োজন।
আগামী ২৪ ও ২৫ এপ্রিল উপজেলা প্রশাসন বাস্তবায়নে ও উপজেলা নাগরিক কমিটি সার্বিক-সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কাজ করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]