নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিবাহের দায়ে ছেলের ভগ্নিপতি ও চাচাকে ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বাল্যবিবাহের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শেখ মো. রাসেল।
জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলার অভিযোগে ও সত্যানুসন্ধানে সাতক্ষীরার তালা উপজেলার গনেশপুর গ্রামের প্রবাসী ফেরত মো. সালাউদ্দিন গাজীর ১৭ বছরের শিশু খলিশখালী মাধ্যমিক (বালক) বিদ্যালয়ের ১০ম শ্রেণি ও পার্শ্ববর্তী খলিষখালি গ্রামের আব্দুল আজিজ গাজীর ১৩ বছরের মেয়ে কন্যা শিশু খলিষখালি শৈব বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীর সাথে অবৈধভাবে জনৈক সাদ্দাম মুহুরীর সহায়তায় নোটারি পাবলিক করার এবং রাতে ছেলের বাড়ির পাশে জামে মসজিদের ইমামকে দিয়ে বিয়ে পগানোর কার্য সম্পাদন করে।
উক্ত বিষয়টি ছেলে ও মেয়ের অভিভাবক স্বীকার করার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহারের প্রসিকিউশনে ছেলের ভগ্নিপতি মো. আমিনুর রহমান ও চাচা মো. জাকির সরদারকে ত্রিশ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে প্রত্যেকে পনের দিনের জেল দেন। একইসাথে বাল্যবিবাহে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অভিভাবকদের মুচলেকা দিয়েছে, ম্যারেজ রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক, স্থানীয় সরকারের উপপরিচালক ও জেলা রেজিস্ট্রারকে পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]