তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।। সাতক্ষীরার তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন ফরম বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে তালা মুক্তিযোদ্ধা ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাবিবুল ইসলাম হাবিব। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-১ আসনের টিম প্রধান আবুল হাসান হাদী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, স.ম. ইয়াছিন উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, এস.এম. লিয়াকত হোসেন, রাশিদুল হক রাজু এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]