তালায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ রিয়াজুল ইসলাম (১৪) নামের সপ্তম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার(৪ জুন) বিকালে তালা উপজেলার ভায়ড়া গ্রামে। সে ভায়ড়া গ্রামের আজিজুল জোয়ার্দারের পুত্র ও তালা সরকারী বিদে স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পারিবারিক সুত্রে জানাযায়, রবিবার দুপুরে নিজ বাড়িতে টেবিল ফ্যান চালিয়ে ঘুয়িমে ছিল রিয়াজুল। এক পর্যায়ে ফ্যানের বৈদ্যুতিক আগলা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]