তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনের এবং বাস্তবায়ন করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিতে স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অর্থ) ডা. জ্যোতির্ময় সরকার। সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. সবুজ বিশ্বাস, ডা. মণি মোহন ঘোষ, ডা. মো. মাসরুরুর রহমানসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় মাতৃদুগ্ধ খাওয়ার গুরুত্ব, নবজাতক ও শিশুদের স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ক নিয়ে আলোচনা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]