প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৩, ৪:৫৩ অপরাহ্ণ
তালায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে দুটি বিদ্যালয়ে গণসচেতনতা মূলক কর্মশালা
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে এর অংশ বিশেষ মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরার তালার শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বেলা ১২ টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে পৃথক দুটি গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, আরাফাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি), তালা, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন মোল্লা, শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার হালদার, বিআরটিএ'র অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম।
পৃথক দুটি কর্মশালায় বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2025 কলারোয়া নিউজ. All rights reserved.