তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় তালায় বয়স উপযুক্ত এবং জেন্ডার রেসপনসিভ সিএসই কারিকুলামের উপর শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে তালা উইমেন জন ক্রিয়েশন সেন্টার প্রশিক্ষণ কক্ষে উত্তরণ, ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফিয়াস্ কানাডার অর্থায়নে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ। এ সময় তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, উত্তরণের প্রকল্প অফিসার যোয়াকিম মন্ডল, টেকনিক্যাল অফিসার নাজনীন আক্তারসহ সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ৪০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]