বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ সংস্থার সহযোগীতায় সুশাসন-নাগরিক অধিকার ও মর্যাদা -সুনাম তালা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় তালা ডাক বাংলো হল রুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সুনাম কমিটির সভাপতি সাংবাদিক ইমরান হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য জোৎনা দত্ত।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ জয়দেব সাধু, সদস্য সুমাইয়া ইয়াসমিন স্বপ্না, হাবিবা খাতুন, আনোয়ার হোসেন, কাজী এমদাদুল বাড়ি জীবন, কাজী ইমরান, মির্জা সজীব, সাজিন,তরিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শিশুবিবাহ, নারী ও শিশু পাচার, অপহরণ রোধে জরুরী পদক্ষেপ গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবং জলবদ্ধতা নিরশনের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়।
সভায় সম্প্রতিকালে তালায় বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার পর্যলোচনা করা হয় এবং আগামী মাসে সুনাম কমিটির সকল সদস্যদের নিয়ে মানবাধিকার ও তথ্যানুসন্ধান বিষয়ে ১ দিনের একটি ওরিয়েন্টেশন আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]