তালার এইচএমএস হাইস্কুলে এসএসসির সাফল্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার হরিহরনগর গ্রামে অবস্থিত এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। লাড়ুলী কেন্দ্রের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় বিদ্যালয়টির দুইজন শিক্ষার্থী সকল বিষয়ে জিপিএ ৫ পেয়ে সর্বোচ্চ নাম্বারে কেন্দ্রীয়ভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।
চলতি বছরে বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল নিম্নরূপ— এ প্লাস (জিপিএ-৫): ১১ জন।এ গ্রেড: ৩৩ জন।এ মাইনাস: ১৫ জন।বি গ্রেড: ১৮ জন।সি গ্রেড: ৭ জন মোট পাসের হার: ৭২ শতাংশ যা একটি গ্রামীণ এলাকার জন্য অত্যন্ত প্রশংসনীয়। প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জনাব এম এম মোবারক হোসেন বলেন—" অত্যন্ত সুষ্ঠু পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরেও এই অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হলেও এই বিদ্যালয় বরাবরই নিয়মিত পাঠদান, অভ্যন্তরীণ পরীক্ষা ও মূল্যায়নে গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার কারণেই আমরা প্রতিবছর ভালো ফল করতে সক্ষম হচ্ছি। আগামীতে এই ধারাবাহিকতা ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য।"
সহকারী প্রধান শিক্ষক মোঃ ময়নুল ইসলাম বলেন, “এই ফলাফল আমাদের দীর্ঘমেয়াদি প্রচেষ্টার স্বীকৃতি।” সহকারী শিক্ষিকা মুনিরা খাতুন বলেন, “ছাত্রীদের অগ্রগতি আমাদের অনুপ্রাণিত করে।” সহকারী শিক্ষক দীনেশ চন্দ্র সরকার বলেন,“নিয়মিত পাঠদান ও মূল্যায়ন এই সাফল্যের ভিত্তি।” সহকারী শিক্ষক দিদারুল ইসলাম বলেন, “আমরা শিক্ষার্থীদের পাশে থেকে তাদের মানসিক ও একাডেমিক উন্নয়নে কাজ করেছি।” ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান তালা উপজেলার অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এখানকার প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই বর্তমানে ডাক্তার, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে সকল উত্তীর্ণ শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাদের আগামীর শিক্ষাজীবন ও কর্মময় ভবিষ্যতের জন্য শুভ কামনা জানানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]