সাতক্ষীরার তালার কৃতিসন্তান এস এম মুস্তাফিজুর রহমান এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন ফরিদপুর জেলার ভাঙা উপজেলায়।
গত ১৮ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে এ উপজেলায় যোগদান করেন।
এর আগে তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও তিনি সেখানে এনডিসি ও আরডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
সে সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামের মৃত নুর আলী সরদারের ছেলে। তিনি তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি ও শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় হতে এইচ.এস.সি পাশ করেন। পরবর্তীতে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
উল্লেখ্য, তিনি এসিল্যান্ড হিসেবে যোগদানের পূর্বে ২৩ তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সে অংশগ্রহণ করে দেশের ভিতরে ২য় স্থান অর্জন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]