সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): প্রাণের টানে দীর্ঘ ১৪ বছর পর তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১১ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে গুটি গুটি পায়ে হাজির হতে শুরু করে ব্যাচের পরিচিত মুখগুলো। পুরোনো দিনের স্মৃতিচারণ করতে করতে স্কুল জীবনে ফিরে যেতে শুরু করে।
জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান শিক্ষক হিসেবে পরিচিত প্রিয়মুখ বর্তমান প্রধান শিক্ষক শংকর কুমার দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহাজান শেখ সহ আরো অনেকে।
সারাদিন হুইহুল্লোড়ে মেতে ছিলো বিদ্যালয় প্রাঙ্গণ। বান্ধবীরা তাদের স্বামী,সন্তানসহ নিজেদেরকে প্রাণবন্ত করে তুলেছিলো প্রতিটা মুহূর্ত। ব্যাচের পক্ষ থেকে অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জি এম আল মামুন। ব্যাচের লোগোসহ টি-শার্ট উপহার দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রভাবশালী নেতা জি এম আল মামুন এবং ব্যাচের বান্ধবী পিয়া'র জামাই খলিলনগর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হাসান পাড় এর পক্ষ থেকে পানীয় উপহার দেয়া হয়।
দুপুরের খাবারসহ বিভিন্ন সাংস্কৃতিক ও খেলাধুলার(চেয়ার সিটিং,মোমবাতি জ্বালানো, বাস্কেট বল) আয়োজন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পুণর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]