সেলিম হায়দার,তালা: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ রুহুল কুদ্দুস।
বুধবার (৫ মার্চ) বিকালে হরিহরনগর ফুটবল মাঠে খেশরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা শিক্ষক হাসিবুর রহমান ও মেহেদি হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মৃণাল কান্তি রায়, অধ্যক্ষ সফিকুল ইসলাম, বিএনপি নেতা মোশারাফ হোসেন, আব্দুল গফফার।
সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, এম মফিদুল হক লিটু প্রমুখ।
এসময় হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশে বিগত ৩টি নির্বাচনে জনগণ কোনো ভোট দেয়নি। তারা জোর করে পাতানো নির্বাচন করেছে। শেখ হাসিনা বলেছিলো, বঙ্গবন্ধুর মেয়ে পলায় না।
দেশের ১০ কোটি মানুষ চায়নি বলেই সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ৮ম জাতীয় সংসদ নির্বাচনে আমি ১ লক্ষ ৪৮ হাজার ভোট পেয়েছিলাম। যদিও সে নির্বাচনও ছিলো পাতানো। আমরা সকলকে সাথে নিয়ে একটি অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন করতে চাই।
এরআগে তিনি খেশরা ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাদের করব জেয়ারত করেন।
তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুব দলের আহবায় মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম সহ শত শত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]