তালার ধানদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মেধাবী ছাত্র ছাত্রীদের বাইসাইকেল, কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে ধানদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ইউপি সচিব ফারুক হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তালা উপজেলার ইউ এন ও প্রশান্ত কুমার বিশ্বাস, তিনি উপস্থিত ছাত্র ছাত্রীদের অবিভাবকদের উদ্যেশ্য বলেন, তাদের সন্তানদের যেনো সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন।
বাল্যবিবাহের বিরোধিতা করে বলেন, ১৮ বছরের আগে কোন মেয়েকে যেনো তার পিতা মাতারা বিয়ে না দেন, তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যানে কাজ করার জন্য গড়ে তোলার উদ্যাত আহ্বান করেন।
তার বক্তব্য শেষে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন বাই সাইকেল, দুস্থদের হাতে কম্বল ও কমিউনিটি ক্লিনিকের কর্মিদের হাতে চিকিৎসা সামগ্রী।
লোকাল গভর্ন্যান্স সাপোর্ট-৩ এর ২০২০-২০২১ অর্থ বছরের বরাদ্ধ কৃত ১ লক্ষ ৭০ হাজার টাকার সামগ্রী, ২১ টি বাই সাইকেল, ৪৭০ টি কম্বল ও কমিউনিটি ক্লিনিকের জন্য চিকিৎসা সামগ্রী। মেসার্স শহিদুল ইসলাম ঠিকাদারি প্রতিষ্ঠান সহযোগি, বিতরণ করা হয়। ঐ প্রকল্পের সভাপতি মর্জিনা বেগম।
ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ১ লক্ষ ৭০ হাজার টাকা বাজেটে ধানদিয়া ইউনিয়নের ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ২১টি বাই সাইকেল, কমিউনিটি ক্লিনিকের জন্য কিছু চিকিৎসা সামগ্রী ও গরীব দুস্থদের জন্য ৪৭০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন সরকারি বরাদ্ধকৃত অর্থ ইউনিয়ন বাসী ও ইউনিয়নের উন্নয়নে জন্য ব্যায় করাহবে।
আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, ইউপি সদস্যরা, ছাত্র ছাত্রীদের অবিভাবকরা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]